অভিজ্ঞ উস্তাদদের মাধ্যমে পাঠদান
এর মাধ্যমে পড়াশোনার মান হয় উন্নত।
সফটওয়্যার দ্বারা সকল কোর্স নিয়ন্ত্রণ
এর মাধ্যমে অনলাইনেও শিক্ষা হয় সহজতর।
আমাদের কোর্সসমূহ
ইজি ইংলিশ কোর্স (২১ দিন)
প্রতিটি ভাষার আলাদা ব্যাকরণ থাকলেও মূল কয়েকটি বিষয়ে ব্যাকরণের নীতিমালা অভিন্ন। যেকোনো একটি ভাষার ব্যাকরণ শিখে ফেললে অন্যান্য ভাষার ব্যাকরণ শেখা খুবই সহজ। কিন্তু দুঃখজনক সত্য হলো, আমরা মিজান, পাঞ্জেগাজ্ঞ ও ইলমুসসিগাহ’য় সরফ ও গর্দান শেখার পর ইংরেজিতে এসেও নতুন নিয়মে, নতুন পরিভাষায় গর্দান (টেন্স) শিখতে হয়। এটি মাদরাসার ছাত্রদের জন্য তুলনামূলক কঠিনও বটে। কেমন হয়, যদি আগের সেই মাযি, মুযারে‘, আমর, নাহি’র পদ্ধতিতেই ইংরেজি শেখার সুযোগ হয়ে যায়! বিষয়গুলোকে সামনে রেখেই আমাদের “ইজি ইংলিশ কোর্স”। এই কোর্স সম্পর্কে আরও জানতে ক্লিক করুন। ➛
আলকুরআনুল কারীমের মাশক
কুরআনে কারীম শুদ্ধ করে পড়তে পারা বিকল্প নেই। মাদরাসার শিক্ষার্থীরা এই সুযোগ সহজে পেলেও জেনারেল শিক্ষার্থীদের জন্য উন্নত প্ল্যাটফর্ম পাওয়া কষ্টসাধ্য। তাই আমাদের এই মাশকের আয়োজন। আপনার মাহে রমজানের প্রতিটি সকাল কুরআন শেখার কাজে ব্যয় হোক- এই প্রত্যাশা থাকল।
বাংলা ভাষা ও ইসলামি সাহিত্য
সাহিত্য:
সাহিত্য হলো সমাজের আয়না। তথা সমাজে যা ঘটে, তা সাহিত্যে ফোটে ওঠবে। সাহিত্য হলো জীবন-সমালোচক। তথা সমাজের অসংগতি, বিপর্যয় ও অপরাধ কর্মকাণ্ডের প্রতিবাদী জয়গান ওঠবে সাহিত্যিকের কলমে।
ইসলামি সাহিত্য:
তেমনি ইসলামি সাহিত্যে ফোটে ওঠবে ইসলামের শাশ্বত সংস্কৃতির নিপুণ দৃশ্য। এক কথায় সাহিত্য জীবনের প্রতিনিধিত্ব করে। আর ইসলামে রয়েছে জীবনের সর্বব্যাপী দিকনির্দেশনা। ইসলাম যে সমস্ত নৈতিক মূল্যবোধ সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, যে সাহিত্যে এই মূল্যবোধগুলো পত্র-পল্লবে শাখা-প্রশাখায় চতুর্দিকে ছড়িয়ে পড়ে, সেটা ইসলামি সাহিত্য।
সাহিত্য:
একটি স্বতঃসিদ্ধ বিষয় হলো, সাহিত্য-ভূবনে পা দেওয়ার আগে ভাষার পরিচ্ছেদ মাড়িয়ে আসতে হয়। কারণ, ভাষা হলো সাহিত্যের বুনিয়াদ বা মূল ভিত্তি। সাহিত্য হলো সে ভিত্তির উপর সগর্বে প্রতিষ্ঠিত প্রাসাদ-নাট্যমঞ্চ বা রঙ্গালয়। তাই আগে ভাষা শিখতে হয়, তারপর সাহিত্য। যে ভাষা জানে না, তার পক্ষে সাহিত্য করা সম্ভব নয়। তাই ভাষা না শিখে সাহিত্যচর্চা সময় নষ্ট বৈ কিছু নয়।
তা্ই আমাদের এই কোর্সে প্রথমে ভাষার পাঠ সম্পন্ন করিয়ে তারপর সাহিত্যের সবক দেওয়া হবে।
কম্পিউটার কোর্স, বেসিক টু অ্যাডভান্স
কম্পিউটার বর্তমানে টেক দুনিয়ার অনন্য জনপ্রিয়তার অধিকারী। আমাদের মাদরাসা শিক্ষার্থীদের জন্যও এই অঙ্গনে ব্যাপক কাজের সুযোগ আছে। তাছাড়া নিজের তালিমি ও তাদরিসি জীবনেও এক প্রয়োজনীয়তা অপরিসীম। প্রতিজন নাযেমে তালিমাত সাহেবের কম্পিউটারে কিছু দক্ষতা সময়ের দাবি। আপনিও কম্পিউটারে দক্ষতা অর্জন করে জীবনে আরেকটি ধারা উন্মোচন করতে পারেন। আমাদের এখানে তিন ধরণের প্রশিক্ষণ দেওয়া হবে।
ক. প্রাথমিক:
যারা কিছুই পারেন না, তাদেরকে শুরু থেকে তিন ভাষায় টাইপিং, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টসহ একজন নাযেমে তালিমাতের জন্য প্রয়োজনীয় টুলসের ব্যবহার শেখানো হবে।
খ. মাধ্যমিক:
যারা মোটামুটি টাইপিং পারেন, ওয়ার্ড-এক্সেল সম্পর্কেও ধারণা আছে, তাদেরকে ফটোশপ-ইলাস্ট্রেটর ও ভিডিও এডিটিং শেখানো হবে।
গ. উচ্চতর:
যারা খ বিভাগে উত্তীর্ণ, তাদেরকে অ্যাডভান্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট ও ডিজিটাল মার্কেটিং শেখানো হবে।
আরবি ক্যালিগ্রাফি কোর্স
শিল্পে সভ্যতার পুণরুত্থানে আপনিও যুক্ত হোন আমাদের সাথে…।
পৃথিবীর পরতে পরতে মহান শিল্পীর মহিমান্বিত তুলির ছোঁয়া অপরূপ সুন্দর্যের অবতারণা করেছে। এই শিল্পের বাহার দেখে, বান্দা মাহান শিল্পীর কুদরত অনুভব করবে, একেই বলে মারিফাত। শিল্প আল্লাহ তাআলার এক মাহন নেআমতও। মানুষের জীবন-উদ্যমতার জন্য শিল্প অপরিহার্য একটি বিষয়ও। আর সেই শিল্পে যদি থাকে শরয়ি রাহনুমায়ী, তাহলে তো তা সোনায় সোহাগা। ইসলামি সভ্যতার হারানো দিনের স্মৃতিগুলোকে আবারও বঞ্চিত এই প্রজন্মের সামনে তুলে ধরতে আমাদের এই আয়োজন। বিশেষত আরবি ক্যালিগ্রাফি, পৃথিবীর শ্রেষ্ঠতম ও পবিত্র শিল্প। রুচিশীল যে কাউকেই তা আকৃষ্ট করবে। পৃথিবীর সামনে এই শিল্পের পরিচয় করানো আমাদের সবার দায়িত্ব। এছাড়াও আমাদের আয়োজনে থাকবে শরিয়ত সম্মত সর্বপ্রকার আর্টিস্ট কর্মযঞ্জ। সভ্যতার পূণর্জাগরণী এই সফরে আপনিও অবদান রাখুন নিজের ভেতরে থাকা সুপ্ত প্রতিভার বিকাশ করে। আমাদের এই কোর্সে আপনাকে স্বাগত।
ভূমি জরিপ ও সার্ভে প্রশিক্ষণ (৩০ িদন)
সব শ্রেণির মানুষের জন্যই জমি-জমার কাগজপত্র সম্পর্কে সাধারণ ধারণা থাকা অত্যাবশ্যক। কিন্তু নানান প্রতিবন্ধকতা ও সময়-সুযোগের অভাবে খুব কম মানুষেরই এই বিষয়ে জ্ঞান আছে। এজন্য জায়গা-জমি নিয়ে সমাজে ঝামেলারও শেষ নেই। তাই এবার অনলাইনে আয়োজিত হচ্ছে “ভূমি জরিপ ও সার্ভে প্রশিক্ষণ।” যাতে সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করতে পারবেন।
প্রশিক্ষণ শেষে সরকারী সনদপত্র গ্রহণের সুযোগ থাকবে। যার ফলে দেশের যে কোনো জায়গায় একজন দক্ষ আমিন হিসেবে কর্মসংস্থান গড়ে তুলা যাবে, ইনশাআল্লাহ। আপনাকে স্বাগত!
যেভাবে ভর্তি হবেন
কোর্স নির্বাচন
মাদরাসাতুল খাইর বাংলাদেশ -এর ভর্তি হতে হলে আপনাকে পছন্দের একটি কোর্স বাছাই করতে হবে। কোর্স বাছাই নিয়ে সহযোগিতা পেতে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন।
ফরম পূরণ
কোর্স নির্বাচন হয়ে গেলে আপনার প্রয়োজনীয় তথ্য ও উক্ত কোর্সের নির্ধারিত ফি জমা করার মাধ্যমে ফরম পূরণ সম্পন্ন করতে পারবেন।
ক্লাস শুরু
আপনার জমাকৃত তথ্য ও ফি ভেরিফাই হয়ে গেলে আপনার কাছে আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে। সেখানে প্রতিদিনের পড়াশোনার ফিরিস্তি ও জুম-গুগল মিটের লিংক দেওয়া থাকবে।